হ্যাকিং মানে কোনো system নিয়ে চিন্তা ভাবনা করে তার দুর্বল দিক খুজে বের করা এবং তা থেকে বিশেষ সুবিধা ভোগ করা। হ্যাকিং computer সম্পর্কিত বিষয়ে বেশি ব্যবহৃত হলেও অন্যকোন জিনিস থেকে বিশেষ কায়দায় বেশি সুবিধা পাবার উপযোগী করলে তাও হ্যাকিং এর আওতায় পড়বে। আর যারা হ্যাকিং করে তারা হ্যাকার খেতাব পায় এটা আপনারা নিশ্চয় জানেন।
আগেই বলে রাখি আমি সবাই নিয়ে আগাতে চাই। তাই এখানে আপনাদেরও চিন্তা ভাবনার সুজোগ থাকবে যাতে blog টা একতরফা না হয়ে যায়।
এখন চলুন দেখি কিভাবে এটি করা যায় ...
মনে করেন আপনি internet থেকে একটা রিংটোন download করলেন। যেটা WMA format এর এবং আপনার মোবাইল এ WMA চলেনা। এটা কে MP3 তে convert করতে হবে। google এ search দিলেন এবং একটা converter ও পাইলেন। কিন্তু সেটা গানের প্রথম ১/৩ convert করতে দেয়। এখন আপনি কি করবেন?
নিশ্চয় serial/crack খুজবেন।
কিন্তু serial/crack ছাড়ায় কাজটা করা সম্ভব! অসম্ভব মনে হচ্ছে?
একটু মাথা খাটিয়ে দেখুন। বের করতে পারলে নিজেকে hacker ভাবতে পারেন!
উত্তরঃ
কাজটা খুবি সোজা। যেহেতু ১/৩ ভাগ convert করতে দেয় তাই গানটাকে ৩ গুন করুন!
আপনি যদি windows use করেন তাহলে start->run এ যান। cmd type করুন। এবার যে folder এ গানটি আছে সেখানে command prompt এর মাধ্যমে যান। যদি C:\songs\mysong.wma file টির path হয় তাহলে command prompt এ লিখুন
cd /d C:\songs
এবার enter দিন। তারপর লিখুন
copy /b mysong.wma + mysong.wma + mysong.wma BigFile.wma
ব্যাস, তৈরি হয়ে গেলো সেই ৩ গুন file. এবার BigFile.wma কে convert করুন।
Wednesday, April 8, 2009
Subscribe to:
Posts (Atom)